বুধবার, ১৬ জুলাই ২০২৫,
১ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ জুলাই ২০২৫
খেলাধুলা
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 13 July, 2025, 7:48 PM

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। তাই সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে। ফলে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ নাঈম। 

তাদের জায়গায় একাদশে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দালের প্রধান গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডে
শাহবাগ অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল
ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বাতিলে লাগবে ‘গণভোট’
নাটকীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝