সোমবার, ১৪ জুলাই ২০২৫,
৩০ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ১৪ জুলাই ২০২৫
বাংলাদেশ
বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে কম্পিউটারসহ আসবাবপত্র
বরগুনা প্রতিনিধি
Publish: Monday, 14 July, 2025, 3:20 PM

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে কম্পিউটারসহ অনেক আসবাবপত্র পুড়ে গেছে। আজ সোমবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বরগুনা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

মো. মনির উজ্জামান বলেন, সকালে পরিচ্ছন্নতাকর্মী কাজ করছিল। এ সময় একটি রুম থেকে কটকট শব্দ শুনে অন্যদের জানান। পরে তারা এসে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, তখন অনেকে ঘুমিয়ে ছিলেন। এ কারণে ওই রুমটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি। আগুনে কেবল হিসাব শাখার একটি রুমের কম্পিউটার, ফটোকপি মেশিন ও কিছু ফাইলপত্র পুড়ে গেছে।

তার ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নিজেদের নির্দোষ দাবি করলেন নাসির-তামিমা
সিরিয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে নিহত ৩০, আহত শতাধিক
রিটার্নিং-প্রিসাইডিং অফিসার নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে কম্পিউটারসহ আসবাবপত্র
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝