মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫,
৩১ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
বাংলাদেশ
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
খুলনা ব্যুরো
Publish: Monday, 14 July, 2025, 10:42 PM

খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর তিনি জানেন না। গেটম্যান ওহেদুল পলাতক আছে বলে জানান তিনি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তবে এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লোকমুখে শুনেছেন আহত ঐ ব্যক্তি মারা গেছেন। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাপাই নওয়াবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনায় আসার পথে আফিলগেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা শুরু করবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নিম্ন আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি: হাইকোর্ট
রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
বিটিভির অনুষ্ঠান নিয়ে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ
দরপতন ঠেকাতে ১৭ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝