মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫,
৩১ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
বাংলাদেশ
সড়কে পণ্যবাহী যান থামিয়ে ঘুষ: খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ প্রত্যাহার ৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Publish: Tuesday, 15 July, 2025, 3:09 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সড়কে পণ্যবাহী যান থামিয়ে ঘুষ নেয়ার অভিযোগে তাদের এই ব্যবস্থা নেয়া হয়।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি কাভার্ডভ্যান থামায় মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ। পরে গাড়িটিতে অবৈধ পণ্য থাকার অভিযোগ এনে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন তারা। বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আলোচনায় আসে।

পরে সোমবার (১৪ জুলাই) ছয় পুলিশ সদস্যকে সরাইল খাঁটিহাতা থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বর্তমানে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া। তিনি জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের একযোগে প্রত্যাহার করা হয়েছে এবং এখন তিনি ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে সরিয়ে নেয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত চলছে। তদন্তে কার কী ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, তা দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দালের প্রধান গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডে
শাহবাগ অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল
ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বাতিলে লাগবে ‘গণভোট’
নাটকীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝