শনিবার, ২৫ অক্টোবর ২০২৫,
৯ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 25 October, 2025, 1:45 PM

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রশাসনের বিরুদ্ধে মাদকবিরোধী পদক্ষেপে ব্যর্থতার অভিযোগ এনে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে প্রবেশ করে আমেরিকানদের ক্ষতি করছে।

বেসেন্ট অভিযোগ করেন, পেত্রো মাদকচক্রগুলোকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দিচ্ছেন এবং তাদের দমন করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, আজ প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেশকে রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছেন, আমরা মাদক পাচার কোনোভাবেই সহ্য করব না।

পেত্রোর পাশাপাশি তার বড় ছেলে নিকোলাস ফের্নান্দো পেত্রো বার্গোস, স্ত্রী ভেরোনিকা আলকোসার গার্সিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় পেত্রোর একটি ফিলিস্তিনপন্থি সমাবেশে দেওয়া বক্তব্যের পর তার ভিসাও বাতিল করা হয়েছিল।

নিষেধাজ্ঞার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, কলম্বিয়াকে আর মাদকবিরোধী অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, আমরা পেত্রোর নরম অবস্থান বা মাদক–সন্ত্রাসীদের উৎসাহিত করার কর্মকাণ্ডকে উপেক্ষা করব না।

তিনি আরও বলেন, মার্কিন প্রশাসন কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করে মাদক পাচার রোধে কাজ চালিয়ে যাবে। সূত্র : আনাদোলু

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে কোহলির রেকর্ড
অভিনেতা সতীশ শাহ আর নেই
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
ঢাকার নদী বাঁচাতে বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত : রিজওয়ানা
দক্ষিণাঞ্চলের নদী থেকে ৯ মাসে ৩৭ মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি বেশিরভাগেরই
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝