শনিবার, ২৫ অক্টোবর ২০২৫,
৯ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
তুরস্কের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 25 October, 2025, 7:59 AM

তুরস্কের বোডরুম উপকূলে এজিয়ার সাগরে একটি রাবার নৌকা উল্টে ১৬ জন অভিবাসী ও একজন মানব পাচারকারী নিহত হয়েছে। দেশটির কোস্টগার্ড শুক্রবার (২৪ অক্টোবর) এই তথ্য দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

তুরস্কের উপকূল এবং এর কাছে অবস্থিত গ্রিসের সামোস, রোডস ও লেসবস দ্বীপপুঞ্জের মধ্যে সংক্ষিপ্ত ও বিপজ্জনক এই সমুদ্রপথে এটি অভিবাসী মৃত্যুর সবচেয়ে সাম্প্রতিক ঘটনা। কোস্টগার্ড জানিয়েছে, ১৬ জন অভিবাসী ও একজন পাচারকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুই জীবিত ব্যক্তির মধ্যে একজন আফগান নাগরিক উদ্ধারকারীদের জানান, নৌকাটিতে পানি উঠতে শুরু করার ১০ মিনিটের মধ্যেই ডুবে গিয়েছিল। তিনি আরও জানান, সাঁতার কেটে চেলেবি দ্বীপ পর্যন্ত পৌঁছাতে তার ছয় ঘণ্টা সময় লেগেছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ অন্যান্য অভিবাসীদের জাতীয়তার বিষয়ে কিছু জানায়নি। বোডরুম শহরটি গ্রিসের কোস দ্বীপ থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের’ তথ্য অনুসারে, এ বছর ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এক হাজার ৪০০ অভিবাসী মারা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্ক ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসন রোধ করতে ব্রাসেলসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে এবং দেশটি তার ভূখণ্ডে ২৫ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যাদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে কোহলির রেকর্ড
অভিনেতা সতীশ শাহ আর নেই
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
ঢাকার নদী বাঁচাতে বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত : রিজওয়ানা
দক্ষিণাঞ্চলের নদী থেকে ৯ মাসে ৩৭ মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি বেশিরভাগেরই
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝