শনিবার, ২৫ অক্টোবর ২০২৫,
৯ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 25 October, 2025, 11:38 AM

যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা। একের পর এক হামলায় টালমাটাল মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি ‍চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েল। এতে অন্তত দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আনাদোলুর বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন তৌল শহরের কাছে সড়কে চলন্ত একটি গাড়িতে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে গাড়িটি আগুন ধরে পুড়ে যায়। 

বিবৃতিটি লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) প্রকাশ করেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ এলাকায় তারা হিজবুল্লাহর এক সদস্য আব্বাস হাসান কারকিকে হত্যা করেছে। তবে, ইসরায়েলি সেনাবাহিনীর ওই দাবির বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়ে আসছে। 

চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার কথা ছিল। তবে, এখন পর্যন্ত তারা আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি আউটপোস্টে এখনো সামরিক উপস্থিতি বজায় রেখেছে। 

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে কোহলির রেকর্ড
অভিনেতা সতীশ শাহ আর নেই
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
ঢাকার নদী বাঁচাতে বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত : রিজওয়ানা
দক্ষিণাঞ্চলের নদী থেকে ৯ মাসে ৩৭ মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি বেশিরভাগেরই
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝