কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে তৈরি শুল্কবিরোধী বিজ্ঞাপনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এসব খবর জানিয়েছে। ট্রাম্প লিখেছেন, কানাডার চরম অগ্রহণযোগ্য আচরণের কারণে তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা তিনি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন।
কানাডার তৈরি শুল্কবিরোধী বার্তাসহ একটি বিজ্ঞাপন ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছিল। যে বিজ্ঞাপনে রিপাবলিকান নেতা রোনাল্ড রিগান বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের সমালোচনা করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ চাকরি হারানো ও বাণিজ্য যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিভিন্ন বাণিজ্য আলোচনায় যদি অগ্রগতি না হয়, তবে কানাডা মার্কিন পণ্যের জন্য বাজারে কোনো অন্যায্য সুবিধা দেওয়ার অনুমতি দেবে না।
ডার্ক টু হোপ/এসএইচ