মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বিনোদন
সালমান শাহ হত্যা মামলায় ১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
নিউজ ডেস্ক
Publish: Thursday, 23 October, 2025, 10:37 PM

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্ত ১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে জানান, আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে পুনরায় তদন্তাধীন রয়েছে এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করার জন্য দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। এটিকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবার শুরু থেকেই এটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল।

দীর্ঘ ২৯ বছর পর, গত ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আদালতের এই নির্দেশনার ২৪ ঘণ্টার মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি হলেন নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রিজভী আহমেদ ফরহাদ। এই নিষেধাজ্ঞার ফলে আসামিদের পক্ষে দেশ ছেড়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
গাজা সীমান্তে জরুরি অবস্থা তুলে নিল ইসরায়েল
২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ
ভারতজুড়ে ২২টি ভুয়া বিশ্ববিদ্যালয়, দিল্লিতেই বেশি
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝