মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বিনোদন
সালমান শাহ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ
অনলাইন ডেস্ক
Publish: Monday, 20 October, 2025, 6:28 PM

চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের পর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।  

সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ রায় দেন। 

এর আগে গত ১৩ অক্টোবর শুনানি শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন আদালত। এদিন রিভিশন মামলার রায়ের জন্য থাকায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন সালমান শাহের স্বজন ও ভক্তরা। 

সালমান শাহের  মামা আলমগীর কুমকুম বলেন, ‘দীর্ঘসময় পেরিয়ে গেলেও এখনও অনুষ্ঠিত হয়নি মামলার চূড়ান্ত শুনানি। তাছাড়া দীর্ঘ ২৯ বছর আদালতে মামলা চলছে সালমান শাহ হত্যার। কিন্তু ক্ষমতার অপব্যবহারের কারণে প্রতিবারই ন্যায়বিচার পাননি বলে দাবি করেন তিনি। 

তিনি বলেন, ‘আমরা চাই, অবশেষে যেন সত্য প্রকাশ পায়। সালমান শাহ আত্মহত্যা করেননি-এটা আমরা জানি, প্রমাণও দিয়েছি। এখন আদালতের রায়ের অপেক্ষায় আছি।’ 

এর আগে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা বলা হয়।

পরে ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। 

ওই প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলা হয়। কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর ছেলে হত্যা মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন মা নীলা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিএমএম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। 

সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। এরপর ২০২২ সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করে বাদীপক্ষ।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
গাজা সীমান্তে জরুরি অবস্থা তুলে নিল ইসরায়েল
২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ
ভারতজুড়ে ২২টি ভুয়া বিশ্ববিদ্যালয়, দিল্লিতেই বেশি
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝