Publish: Wednesday, 22 October, 2025, 12:12 AM

হাতে স্যালাইনের নল। চোখেমুখে অসুস্থতার ছাপ। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। হাসপাতালে ভর্তি হলেও এর কারণ গোপন রেখেছেন তিনি। শুধু জানিয়েছেন, শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।
মঙ্গলবার (২১ অক্টোবর) ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘খরগোশের মতো আবার দৌড়াতে ফিরব শিগগিরই!’
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’-এর সর্বশেষ পর্ব। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকা।
এছাড়া চিত্রাঙ্গদা দেখা দেবেন সালমান খানের সঙ্গে ‘ব্যাটেল অব গালওয়ান’ নামের একটি সিনেমায়। সুস্থ হয়ে সালমান খানের সঙ্গে অভিনয়ে ফিরবেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া ডটকম
ডার্ক টু হোপ/এসএইচ