ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে লিভার ক্যানসারের সাথে লড়াই করছেন। ২০২৫ সালের প্রথম মাস থেকেই তার জীবনে নেমে এসেছে এক কঠিন সময়। গত জুলাই মাসে শুরু হওয়া তার ‘টার্গেটেড থেরাপি’ চিকিৎসা এখন তার শরীরে নানা ধরনের জটিলতা সৃষ্টি করেছে। একের পর এক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি, তবে হাল ছাড়ছেন না এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দীপিকা এই বছরের শুরুতে একটি রিয়্যালিটি শো মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হন। পরে জানা যায়, তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসা শুরু হওয়ার পরেও শারীরিকভাবে নানা সমস্যা দেখা দিচ্ছে। গত মে মাসে অস্ত্রোপচারের পর থেকেই তার শরীরে বিভিন্ন জটিলতা শুরু হয়েছে।
সম্প্রতি দীপিকা তার ব্লগে এই পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, “শরীরে অনেক সমস্যা হচ্ছে, মুখে ঘা দেখা দিচ্ছে। ‘টার্গেটেড থেরাপি’ হলে সাধারণত চুল পড়ার সমস্যা হয় না, কিন্তু আমার ক্ষেত্রে সিঁথি পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে। এমন অবস্থা যে, শিগগিরই পরচুলা পরতে হতে পারে।”
তিনি আরও বলেন, ‘তার থাইরয়েডের মাত্রাও বেড়েছে, যার কারণে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব লেগেই থাকে।’
দীপিকা জানান, নিয়মিত রক্তপরীক্ষা করতে হচ্ছে এবং মানসিকভাবেও তিনি বিপর্যস্ত। তবে, এর সত্ত্বেও তিনি তার লড়াই চালিয়ে যাচ্ছেন। ‘কখনো হাসছি, কখনো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছি, কিন্তু থামছি না। জানি, এই থেরাপি আরও দেড় বছর চলবে। পথটা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে হবে,’ বলেন তিনি।
ডার্ক টু হোপ/এসএইচ