মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বিনোদন
মা হারালেন মেহের আফরোজ শাওন
বিনোদন ডেস্ক
Publish: Thursday, 23 October, 2025, 11:31 AM

অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী (৭২) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাওন নিজেই।

ফেসবুক পোস্টে শাওন লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।’

শাওন আরও জানান, তার মায়ের জানাজা হবে দুই জায়গায়। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে হবে।

মেহের আফরোজ শাওন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

প্রসঙ্গত, বেগম তহুরা আলীর জন্ম ফেনীতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য (ফেনী) ছিলেন তিনি।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
গাজা সীমান্তে জরুরি অবস্থা তুলে নিল ইসরায়েল
২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ
ভারতজুড়ে ২২টি ভুয়া বিশ্ববিদ্যালয়, দিল্লিতেই বেশি
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝