মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
গাজা সীমান্তে জরুরি অবস্থা তুলে নিল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 28 October, 2025, 7:58 AM

ফিলিস্তিনের গাজার সীমান্তবর্তী এলাকায় জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরে হমাসের হামলার পর প্রথম বারের মতো এমন পদক্ষেপ গ্রহণ করল ইসরায়েল। 

সোমবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদামাধ্যম জিও নিউজ। 

কাৎজের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আমি (ইসরায়েলি সেনাবাহিনীর) সুপারিশ গ্রহণ করেছি এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ (হোম ফ্রন্ট) বিশেষ জরুরি অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত ‘দেশের দক্ষিণাঞ্চলে নতুন নিরাপত্তা পরিস্থিতি’ প্রতিফলিত করে। অক্টোবর ১০ থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো মূলত টিকে আছে বলেও উল্লেখ করা হয়।

গাজার সীমান্ত থেকে দক্ষিণ ইসরায়েলের প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত কার্যকর থাকা এই জরুরি অবস্থার অধীনে কর্তৃপক্ষকে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল।

২০২৫ সালের জুনে ইরানে ইসরায়েলি বিমান হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে একই জরুরি অবস্থা সাময়িকভাবে পুরো ইসরায়েলজুড়ে জারি করা হয়েছিল।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’, বৃষ্টির আভাস
ককটেল বিস্ফোরণ: আগারগাঁওয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ চায় ইসি
২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি
ইউল্যাবের ৮ম সমাবর্তন অনুষ্ঠিত
তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই: শিশির মনির
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝