ফিলিস্তিনের গাজার সীমান্তবর্তী এলাকায় জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরে হমাসের হামলার পর প্রথম বারের মতো এমন পদক্ষেপ গ্রহণ করল ইসরায়েল।
সোমবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদামাধ্যম জিও নিউজ।
কাৎজের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আমি (ইসরায়েলি সেনাবাহিনীর) সুপারিশ গ্রহণ করেছি এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ (হোম ফ্রন্ট) বিশেষ জরুরি অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত ‘দেশের দক্ষিণাঞ্চলে নতুন নিরাপত্তা পরিস্থিতি’ প্রতিফলিত করে। অক্টোবর ১০ থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো মূলত টিকে আছে বলেও উল্লেখ করা হয়।
গাজার সীমান্ত থেকে দক্ষিণ ইসরায়েলের প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত কার্যকর থাকা এই জরুরি অবস্থার অধীনে কর্তৃপক্ষকে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল।
২০২৫ সালের জুনে ইরানে ইসরায়েলি বিমান হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে একই জরুরি অবস্থা সাময়িকভাবে পুরো ইসরায়েলজুড়ে জারি করা হয়েছিল।
ডার্ক টু হোপ/এসএইচ