Publish: Sunday, 26 October, 2025, 10:15 PM

পাকিস্তান-আফগান সীমান্তে দুটি শক্তিশালী সশস্ত্র সংগঠনের সদস্যদের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঢুকার অপচেষ্টা রুখে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এই অভিযানে ২৫ জন অস্ত্রধারী নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন আত্মঘাতী বোম্বারও রয়েছেন। খবর জিও নিউজের।
ইনটেন্স ফায়ার এক্সচেঞ্জের সময় পাঁচ পাকিস্তানি সেনা শহিদ হয়েছেন। শহিদ সেনাদের মধ্যে আছেন হাবিলদার মানজুর হোসেন (৩৫), সিপাহী নোমান ইলিয়াস কিয়ানি (২৩), সিপাহী মুহাম্মদ আদিল (২৪), সিপাহী শাহ জেহান (২৫) এবং সিপাহী আলি আশগর (২৫)। সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, ‘সীমান্তে এই হামলার চেষ্টা আফগান অস্থায়ী সরকারের প্রতি সন্ত্রাস মোকাবিলার দায়িত্বে সংশয় তৈরি করছে’। তারা আরও বলেছে, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত রক্ষা ও বিদেশি সমর্থিত সন্ত্রাস দমন করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
এছাড়া, সীমান্তে ভারত সমর্থিত খারিজি সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অজম-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় অভিযান চালিয়ে যাবে। পাকিস্তান সম্প্রতি নিরাপত্তার কারণে আফগান সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। সীমান্তে সংঘর্ষের পর কাতার ও তুর্কিতে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, তবে সীমান্ত বাণিজ্য এখনও বন্ধ রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ