পারমাণবিক শক্তিচালিত বুরেভেস-তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। নতুই এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা-ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে জানিয়েছে মস্কো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এসব তথ্য।
রাশিয়া এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নেবে বলে রোববার জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময়, বিশ্বে আর কারও এই অস্ত্র নেই বলেও জানান তিনি।
এদিকে রুশ সেনাবাহিনী জানায়, ২১ অক্টোবর সীমাহীন পাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এ সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করে।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট'র তথ্য অনুসারে, বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় ৮৭ শতাংশের মালিকানা রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ