মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বিনোদন
পরিচালকের বান্ধবী কিংবা স্ত্রী হওয়া সম্ভব না: জয়া আহসান
বিনোদন ডেস্ক
Publish: Monday, 20 October, 2025, 1:51 PM

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। যেকোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে জুড়ি নেই তার। 

অভিনয় দিয়ে কাঁটাতার ভেঙেছেন জয়া আহসান। ঢাকার মেয়ে হয়েও কলকাতার চলচ্চিত্রাঙ্গনে দাপট দেখাচ্ছেন এক যুগ ধরে। তবে এই সময়ে ঢালিউডে তুলনামূলক কম দেখা গেছে তাকে। কারণ খুঁজে বেড়ান অনেকে। সম্প্রতি এক পডকাস্টে কারণ জানিয়েছেন জয়া।

জয়া বলেন, তখন বাংলাদেশে আমি করতে পারি, সে রকম কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে এবং শিল্পের প্রতি আমার প্যাশনের কারণেই কলকাতায় যাওয়া। আমাকে তো কাজ করতে হবে। অভিনয় ছাড়া তো আমি কিছু করিনি বা পারি না।

দেশের চলচ্চিত্রাঙ্গনে কাজ করতে হলে পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে হয়। সেটি সম্ভব না উল্লেখ করে বলেন, যে পরিচালকদের জন্য আমি সব সময় হাজির ছিলাম, তারা আমাকে প্রোপারলি ব্যবহার করেননি। বাংলাদেশে একটা সমস্যা, পরিচালকের বান্ধবী, নয় স্ত্রী থাকে। এটা তো আমার পক্ষে সম্ভব না; এসবে আমি যাইনি, যাবও না। এসব কারণে আমি কর্নারড হয়েছি, এতটা ডিভোটেড (নিবেদিত) থাকার পরও। যা কলকাতায় হয়নি। আউটসাইডার হওয়ার পরও ওরা ভালো চরিত্র দিয়েছে, আমাকে নিয়ে ভেবেছে, আমাকে কেন্দ্র করে গল্প বানিয়েছে।

তিনি আরও বলেন, এখনও বাংলাদেশে নারীকে কেন্দ্র করে কাজ করতে ভয় পান অনেক পরিচালক। করলেও এমন কাজে হয় তার বান্ধবীকে নেবেন, না হয় স্ত্রীকে নেবেন। অথবা মেগাস্টার, সুপারস্টার কাউকে নেবেন। একজন পিওর আর্টিস্টকে নিয়ে বাজি ধরতে রাজি নন তারা।...তবে এর বাইরেও অনেক নির্মাতা কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেক ডায়নামিক পরিচালক আছেন, যাঁরা আমার কাছ থেকে বা আরও গুণী অভিনেতাদের থেকে ভালো কাজ বের করতে পারতেন। কিন্তু তাঁরা করেননি।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
গাজা সীমান্তে জরুরি অবস্থা তুলে নিল ইসরায়েল
২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ
ভারতজুড়ে ২২টি ভুয়া বিশ্ববিদ্যালয়, দিল্লিতেই বেশি
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝