মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
লাইফস্টাইল
বুকে ব্যথা হলেই হৃদরোগ নয়, কারণগুলো জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক
Publish: Sunday, 28 September, 2025, 7:57 AM

অনেকের ধারণা, বুকে ব্যথা হলেই তা হৃদরোগের কারণে হয়। তবে হৃদরোগ ছাড়াও অনেক কারণে বুকে ব্যথা হতে পারে।

হৃদরোগজনিত বুকে ব্যথা: হৃদরোগের ব্যথা সাধারণত বুকের ঠিক মাঝখানে হয়, বাঁ পাশে নয়। রক্তস্বল্পতার কারণে এই ব্যথা গলা, চোয়াল, পিঠ এবং বাঁ বাহুতে ছড়িয়ে পড়তে পারে। রোগীরা প্রায়ই ব্যথার বদলে বুকে অস্বস্তি বা চাপ অনুভব করেন। ব্যথার সঙ্গে শ্বাসকষ্টও হতে পারে। চলাফেরা বা সিঁড়ি ভাঙার সময় ব্যথা বাড়ে এবং বিশ্রাম নিলে কমে আসে। টেনশন, বেশি খাওয়া বা ঠান্ডা বাতাসও ব্যথা বাড়াতে পারে। এর সঙ্গে ঘাম হওয়া, বমি বমি ভাব বা বমিও হতে পারে।

অন্যান্য কারণ–

পেটের আলসার: হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় বুকে ব্যথা হতে পারে। এ ব্যথা বুকের মাঝ বরাবর নিচের দিকে শুরু হয়ে পুরো বুকে ছড়িয়ে পড়তে পারে।

হাড় ও মাংসপেশির সমস্যা: বুকের হাড়ের প্রদাহ, সংক্রমণ বা আর্থ্রাইটিস এবং মাংসপেশিতে আঘাত লাগলে বুকে ব্যথা হয়।

খাদ্যনালির সমস্যা: খাদ্যনালির সংক্রমণ বা স্পাজম হলে ব্যথা হতে পারে। চিৎ হয়ে শুয়ে থাকলে বা খাবার ও পানি পান করার সময় ব্যথা বাড়তে পারে।

শ্বাসনালির সমস্যা: অ্যাজমা বা হাঁপানিতে শ্বাসনালির স্পাজম হয়। এতে বুকে চাপ অনুভূত হয়, যা বিশ্রামে কমে। এর সঙ্গে কাশি ও বুকে বাঁশির মতো শব্দ হতে পারে। নিউমোনিয়া, ফুসফুসে পানি জমা, যক্ষ্মা বা ক্যান্সারও বুকে ব্যথার কারণ হতে পারে।

দুশ্চিন্তা: যারা প্রায়ই দুশ্চিন্তায় ভোগেন, তারা বুকে একটি চাপ অনুভব করতে পারেন।

লেখক: বিশেষজ্ঞ চিকিৎসক

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু
চীনের সহায়তায় শুরু হচ্ছে ড্রোন উৎপাদন
জাতীয় নির্বাচনে মোটরসাইকেল বন্ধ থাকবে ৩ দিন
এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি : ইসি সানাউল্লাহ
লাইফস্টাইল- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝