বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
জাতীয়
এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি : ইসি সানাউল্লাহ
কুমিল্লা প্রতিনিধি
Publish: Tuesday, 27 January, 2026, 9:26 PM

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। আমাদের এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি। এটা আমাদের দুশ্চিন্তার কারণ। আবার স্বস্তিরও কারণ আছে, গত ১৩ ডিসেম্বর থেকে ডেভিল হান্ট ফেজ টু শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়কালে এ প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 

ইসি সানাউল্লাহ বলেন, ‘চেকপয়েন্ট অপারেশন রেনডমলি করতে হবে, যেন কেউ (সন্ত্রাসী) এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ বোধ না করে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আনসার বাহিনীর জন্য বলব, কোনো ভুয়া লোক যেন আনসারের ড্রেস পরে দাঁড়াতে না পারে। কারণ, গত নির্বাচনগুলোতে এটিই বড় একটি চ্যালেঞ্জ ছিল।’

সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু
চীনের সহায়তায় শুরু হচ্ছে ড্রোন উৎপাদন
জাতীয় নির্বাচনে মোটরসাইকেল বন্ধ থাকবে ৩ দিন
এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি : ইসি সানাউল্লাহ
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝