মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
জাতীয়
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 27 January, 2026, 10:57 AM

প্রতিবছর শীতের সময় আবহাওয়া শুষ্ক থাকায় রাজধানী ঢাকায় বেশিরভাগ সময় বাতাসে দূষণের মাত্রা বেশিই থাকছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে ২৯৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের এই স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে দেশটির আরেকটি শহর কলকাতায় দূষণের মাত্রা কিছুটা কম হলেও তালিকার সপ্তম অবস্থানে রয়েছে শহরটি। 

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা সেনেগালের শহর ডাকারের স্কোর ২৪৩, তৃতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ২২৯, চতুর্থ অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয়ের স্কোর ২২১, ষষ্ঠ অবস্থানে থাকা রাশিয়ার ক্রাসনোইয়ারস্কের স্কোর ২০১। শহরগুলোর বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝