মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
জাতীয়
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 27 January, 2026, 1:29 PM

বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. মিজান এবং তার সহযোগী মো. মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গত ২৫ ও ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মো. মিজান খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান করছে। এরপর র‌্যাবের একটি আভিযানিক দল গত ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পরদিন ২৬ জানুয়ারি আরেক সন্দেহভাজন পলাতক আসামি মামুন বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি দল ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হন র‍্যাব সদস্যরা। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় র‍্যাব-৭ বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝