বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 27 January, 2026, 9:35 PM

রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের প্রতিযোগিতার বলি হয়েছেন আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে রাস্তা পারাপারের সময় ‘রাইদা’ ও ‘ভিক্টর’ পরিবহনের দুটি দ্রুতগামী বাসের মাঝে চাপা পড়েন তিনি।

নিহত আবুল কাশেম আজাদ ইউসিবি ব্যাংকের কর্মচারী। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। রাজধানীর দক্ষিণখান এলাকার আশকোনায় ভাড়া বাসায় থাকতেন।

হাসপাতালে নিয়ে যাওয়া আরেক পথচারী মো. ইফতেখার হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় আবুল কাশেমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কেএনজেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কাশেম ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের জরুরি কাগজপত্র অন্য ব্যাংকে নিয়ে যাওয়া-আসার কাজ করতেন।

মঙ্গলবার বিকেলে খিলক্ষেত অফিস থেকে গুলশান যাচ্ছিলেন তিনি। পথে বাড্ডায় নেমে লিংক রোডে রাস্তা পার হওয়ার সময়ে পাল্লা দিয়ে চলা দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু
চীনের সহায়তায় শুরু হচ্ছে ড্রোন উৎপাদন
জাতীয় নির্বাচনে মোটরসাইকেল বন্ধ থাকবে ৩ দিন
এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি : ইসি সানাউল্লাহ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝