রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
লাইফস্টাইল
শীতে প্রাকৃতিক উপায়ে ঘর গরম রাখবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক
Publish: Saturday, 6 December, 2025, 11:07 PM

গ্রামাঞ্চলে শীত শুরু হয়ে গেছে। আর শহরেও একটু একটু করে পড়তে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে রোদ। আর রাত বাড়লেই শীতের হাওয়ার কামড়। এই অবস্থায় ঘরের উষ্ণতা বাড়াতে অনেকেই রুম হিটারের ওপর ভরসা করেন বা কেনার চিন্তাভাবনাও করেন।

কেউ কেউ আবার খানিক শৌখিনভাবে ফায়ার প্লেসের আগুনে ঘর গরম করতে চান। তবে বাড়িতে কৃত্রিম রুম হিটার না থাকলেও চিন্তা নেই। প্রাকৃতিক উপায়েও ঘরের উষ্ণতা বাড়াতে পারেন অনায়াসে। কিভাবে করবেন, তা জেনে নিন।

ঘরের জানালা দিয়ে রোদ ঢোকার সম্ভাবনা থাকলে দিনের বেলা রোদ থাকা পর্যন্ত ঘরের জানালা খুলে রাখুন। এতে পর্যাপ্ত রোদ ঘরে ঢুকলে ঘরের স্যাঁতসেঁতে ভাব কেটে যাবে অনেকাংশে। তবে রোদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের জানালা বন্ধ করে দেবেন।
জানালা-দরজায় মোটা পর্দা ব্যবহার করবেন। মাথায় রাখবেন ঘরের জানালার পর্দা যত মোটা হবে তত শীতের ঠাণ্ডা হাওয়া কম ঢুকবে ঘরে।

চেষ্টা করুন ঘরে আসবাবপত্র রাখার। ঘর ফাঁকা রাখলে কিন্তু তা ঠাণ্ডা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সঙ্গে আলো জ্বেলে রাখার চেষ্টা করুন। এতে খানিক ঘর গরম থাকবে।

ঘরের মেঝেতে শীতকালে পা রাখা দায়। ঠাণ্ডা মেঝেকে তাই কয়েক মাস টাটা বলুন। মেঝেতে পেতে নিন পাট বা নারকেল দড়ি দিয়ে তৈরি কার্পেট বা ম্যাট। এতে ঘরের ঠাণ্ডা কিছুটা এড়ানো যাবে।

দরজা অথবা জানালায় ফাঁকা অংশ থাকলে তা দিয়ে ঠাণ্ডা হাওয়া ঘরে ঢুকে অসুবিধা তৈরি করতে পারে। সে ক্ষেত্রে এই সমস্যা এড়াতে পুরনো খবর কাগজ ব্যবহার করতে পারেন। পুরনো খবরের কাগজ রোল করে নিয়ে দরজা-জানালার ফাঁকা অংশে আটকে দিন।

রুম হিটার ছাড়া ঘর গরম রাখতে আরো একটি বিষয় ভীষণভাবে উপকার করে। তা হলো দেশজ কিছু জিনিস। যেমন রাজাই, খাদি কিংবা পুরনো কাপড় দিয়ে বানানো বালাপোশ বা কম্বল খানিক শীত থেকে আরাম দিতে পারে। এই প্রতিটা জিনিস এমনভাবেই পুরনো পদ্ধতি মেনে বানান হয় যে তা শীত আটকাতে ভীষণ উপকারী। তাই রাতের ঘুমে যাতে শীতের জন্য ব্যাঘাত না ঘটে তাই রুম হিটার না থাকলেও কোনো চিন্তা নেই। ভরা শীতেও উষ্ণতা বজায় রাখুন এই পদ্ধতি অবলম্বনে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১৮, এশিয়াজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
হাসপাতালে ভর্তি নচিকেতা
৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
বিটিআরসির সামনে অবরোধ, বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের
লাইফস্টাইল- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝