আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল
বাগেরহাট প্রতিনিধি
Publish: Wednesday, 10 September, 2025, 8:04 AM

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে আজ বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া জেলাজুড়ে হরতাল চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
হরতালের কারণে বন্ধ রয়েছে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল। অভ্যন্তরীণ রুটেও যান চলাচল বন্ধ রয়েছে। হরতালে সব অফিস-আদালতে কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
এছাড়াও হরতালের সমর্থনে সব হাটবাজার ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। আসন পুনবর্হালের দাবিতে একের পর এক কর্মসূচি পালিত হলেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
এর আগে, রোববার বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় নেতারা।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: