বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫,
২৬ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
ধর্ম
হজ নিবন্ধন নিয়ে সরকারের জরুরি বার্তা
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 10 September, 2025, 1:40 PM

২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া হজের প্রাথমিক নিবন্ধন নিয়ে জরুরি বার্তা দিয়েছে সরকার। 

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে, আসন্ন হজের প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। নির্ধারিত এই সময়সীমার পর আর নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে এ বছরের ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। অন্যথায় হজ পালনে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী মৌসুমে বাড়িভাড়া চুক্তির আগে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করা, কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রদান, এবং মেডিকেল ফিটনেস সনদ ছাড়া হজে গমন না করার নির্দেশ দিয়েছে।

সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। অপরদিকে বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুকদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।

সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণের পর দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

পান্থকুঞ্জ-হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধে নিষেধাজ্ঞা
লিভারে ফ্যাট জমতে দেবে না যে তিন খাবার
মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা
৪৯তম বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
ধর্ম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝