বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫,
২৬ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিল ভারত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Publish: Tuesday, 9 September, 2025, 6:30 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা সীমান্তের মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন- ৯ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু। 

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানকার বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন বসবাস করছিলেন।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় ও সহযোগিতার অংশ হিসেবে নিয়মিত এ ধরনের পতাকা বৈঠক আয়োজন করা হচ্ছে। এতে শুধু সীমান্ত নিরাপত্তাই জোরদার হচ্ছে না, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আরও মজবুত হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুধবার ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা
জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনকে মেলানো ঠিক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল
টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ
ভোট গণনায় কারচুপির অভিযোগ, টিএসসি কেন্দ্রে উত্তেজনা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝