Publish: Monday, 8 September, 2025, 9:55 PM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক আরসা সদস্যকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে উখিয়ার ক্যাম্প-২০ এক্সটেনশনের বি/০৩ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়।
আটক আরসা সদস্য হলেন- ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশনের বি/০৩ ব্লকের বাসিন্দা মৃত জাকারিয়ার পুত্র রহমত উল্লাহ।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, আটক আসামি দীর্ঘদিন ধরে আরসার সঙ্গে সম্পৃক্ত ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ