বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫,
২৬ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
রাজনীতি
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 9 September, 2025, 6:28 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের ভোট নেওয়া হবে।

ডাকসু নির্বাচনের জন্য পাঁচ পাতার এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহার করা হয়েছে।

এবার ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।

ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিকেল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে।

চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।

সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া।

ভোট শুরুর পর আচরণবিধি লঙ্ঘনসহ দু-একটি অভিযোগ উঠলেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হওয়ায় উৎসব আমেজে শেষ হয়েছে ভোটগ্রহণ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুধবার ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা
জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনকে মেলানো ঠিক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল
টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ
ভোট গণনায় কারচুপির অভিযোগ, টিএসসি কেন্দ্রে উত্তেজনা
রাজনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝