নেপালের পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতর প্রবেশ করে তারা। খবর: হিন্দুস্তান টাইমস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলন তীব্র হওয়ার পর পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা।
সোমবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আইনশৃঙ্খলাবাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হন। তরুণদের গুলি করে মারার পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকেই কারফিউ ভঙ্গ করে তারা রাস্তায় নেমে আসেন।
নেপালের পার্লামেন্ট সেক্রেটারিয়েটের মুখপাত্র ইকরাম গিরি পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শত শত মানুষ পার্লামেন্ট এরিয়ায় ঢুকে পড়েছেন এবং তারা মূল ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন।’
ডার্ক টু হোপ/এসএইচ