জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর-৩ আসনের সহ-দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ ও মেজর অবসরপ্রাপ্ত মো. সালাউদ্দিন। বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এ কারণে এনসিপি দলে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব।’
পদত্যাগের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী নিয়ে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে। যা সিনিয়র নেতাদের কাছ থেকেও প্রত্যাশিত নয়। সব বাহিনীর প্রতি তাদের বিদ্বেষমূলক আচরণ আমাদের মর্মাহত করেছে। এ কারণেই আমরা সম্মানসূচকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
ডার্ক টু হোপ/এসএইচ