Publish: Wednesday, 10 September, 2025, 7:55 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান তারা।
পোস্টে আবিদুল ইসলাম লিখেন- পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।
উমামা ফাতেমা লিখেন, বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।
এর আগে রাত আড়াইটার দিকে এক পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘চলিতেছে সার্কাস। কে কে দেখতেছেন?!’
মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। রাত দেড়টার দিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। বেশির ভাগ কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে এসে গেছে। এতে দেখা যায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেতে যাচ্ছে ছাত্রশিবির।
ডার্ক টু হোপ/এসএইচ