বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫,
৩ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 6 May, 2025, 1:45 PM

আইসিসি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ দুঃসংবাদ নিয়ে এলো বাংলাদেশের জন্য। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে অবস্থান টাইগারদের।

সোমবার (৫ মে) র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে ওয়ানডেতে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে এখন দশম স্থানে আছে তারা। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

ওয়ানডেতে গতবছর বাংলাদেশ দলের পারফর্ম একবারেই ভালো ছিলনা। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে একটা ম্যাচও জিততে পারেনি। এর এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা হেরেছিল টাইগাররা। আর সেটারই প্রতিফলন দেখা গেল আইসিসির র‍্যাঙ্কিংয়ে।

প্রকাশিত এই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে রোহিত শর্মার দল ভারত। আর দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা। অস্ট্রেলিয়া এখন তৃতীয় স্থানে রয়েছে। এরপরেই রয়েছে শ্রীলঙ্কা।

নেমে গেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সপ্তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ নেমে এখন অষ্টম স্থানে।

১৯ বছর পর বাংলাদেশ দলের অবস্থান এতটা অবনমন হলো। সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ দলের অবস্থান ছিল ১০ নম্বরে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের ‘মেধা যাচাই পরীক্ষা’ স্থগিত
বংশালে বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব
‘ক্যান্ডি শপ’ নিয়ে বিতর্কে নেহা
ঢাকায় ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝