নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সব কার্যক্রম স্থগিত রাখা হবে।
আইভ্যাক বাংলাদেশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের পর ভিসা সংক্রান্ত কোনো সেবা দেওয়া সম্ভব হবে না।
এতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের জন্য অ্যাপয়েন্টমেন্ট বা স্লট নির্ধারিত ছিল; তাদের ভিসা আবেদনের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী কার্যক্রম সম্পর্কে আবেদনকারীদের যথাসময়ে অবহিত করা হবে।
ডার্ক টু হোপ/এসএইচ