বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫,
৩ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 17 December, 2025, 8:34 AM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি লাটভিয়ার রাজনৈতিক ইভারস ইজ্যাবসকে পর্যবেক্ষণ মিশনের প্রধান হিসেবে নির্বাচন করেছে। 

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। যদিও বেশ আগে থেকে নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এবং অন্তর্বর্তী সরকার। এবার গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত ইইউ’র ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হলো। 

ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং লাটভিয়ার রাজনীতিবিদ ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। 
 
বিজ্ঞপ্তিতে ইভার্সকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশে এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। এ মিশনকে তিনি জনগণ এবং তাদের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইইউর সমর্থনের বাস্তব উদাহরণ হিসেবে বর্ণনা করেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল আন্তর্জাতিক অঙ্গীকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়ন করবে। একই সঙ্গে প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবে। 

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

লালবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ: নিহত থাই বাহিনীর ১৯, কম্বোডিয়ার ১৭
সচিবালয়ে আন্দোলনকারী ১৪ কর্মচারী বরখাস্ত
প্রাথমিকের ‘মেধা যাচাই পরীক্ষা’ স্থগিত
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝