বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫,
৩ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ: নিহত থাই বাহিনীর ১৯, কম্বোডিয়ার ১৭
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 17 December, 2025, 4:29 PM

গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উভয় প্রতিবেশীর মধ্যে সশস্ত্র সংঘাত চলছেই। দুই পক্ষের সবশেষ তথ্যমতে, সংঘাতে থাই সামরিক বাহিনীর ১৯ জন এবং কম্বোডিয়ার বেসামরিক নাগরিকসহ ১৭ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের সেকেন্ড আর্মি এরিয়া মঙ্গলবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, তা কোয়াই এবং হিল ৩৫০ এলাকাগুলোতে সংঘর্ষ চলছে। লড়াইয়ে নতুন করে আমাদের দুই সেনা নিহত হয়েছেন।

পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, থাই সেনারা সুরিন প্রদেশের একটি ধর্মীয় স্থান 'প্রসাত তা কোয়াই'-এর ওপরে নিয়ন্ত্রণ নিয়েছে এবং কম্বোডিয়ান বাহিনীকে সেই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

এক মাস আগে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাই-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে মাইন বিস্ফোরণে থাই সৈন্য প্রাণ হারালে ৭ ডিসেম্বর যুদ্ধবিরতি ভেস্তে যায়। পরদিন ৮ ডিসেম্বর থাই আর্মি জানায়, কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ করে। এর প্রতিক্রিয়ায় থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করে প্রতিক্রিয়া জানায়।

কম্বোডিয়া সংঘর্ষে তাদের সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও থাইল্যান্ড দাবি করছে, অন্তত ২০০ জনেরও বেশি কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছে।

কম্বোডিয়ার পক্ষ সবশেষ জানিয়েছে, এক শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে অন্তত ৭৭ জন আহত হয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

‌শ্রমিকদের না জানিয়ে হঠাৎ রপ্তানিমুখী পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা
মেসিকে ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি, দাম সাড়ে ১৪ কোটি টাকা
নিরাপত্তা শঙ্কায় বাতিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা, তারিখ চূড়ান্ত
সুদানে শহিদ ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হবে শনিবার
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝