ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রচণ্ড শীতে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অব্যাহত কড়াকড়ির মধ্যেই এক ফিলিস্তিনি নবজাতক ঠান্ডায় জমে মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুই সপ্তাহ বয়সী ওই শিশুর নাম মোহাম্মদ খলিল আবু আল-খাইর এবং সোমবার মারা যায় সে। তীব্র শীতজনিত হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। খবর আল জাজিরা
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম বলেন, শিশুটির মৃত্যু এমন এক সময়ে ঘটল যখন গাজায় মৌলিক সুরক্ষা ব্যবস্থাগুলো ‘পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে’। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারেক আবু আজ্জুম জানান, বাস্তুচ্যুত পরিবারগুলো ভেজা মাটির ওপর খোলা তাঁবুতে বাস করছে। এই তাঁবুতে নেই গরমের ব্যবস্থা, বিদ্যুৎ কিংবা পর্যাপ্ত শীতবস্ত্র। তিনি বলেন, ‘যখন খাবার, জ্বালানি, আশ্রয় আর সহায়তা বন্ধ করে দেয়া হয়, তখন ঠান্ডা নিজেই প্রাণঘাতী হয়ে ওঠে।’
দুই বছর ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে গাজার ৮০ শতাংশের বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এতে শত শত হাজার পরিবার বাধ্য হয়ে অস্থায়ী টেন্ট বা গাদাগাদি করে বানানো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সম্প্রতি গাজায় আঘাত হানা এক ভয়াবহ ঝড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় এসব তাঁবুও প্লাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ে।
এদিকে গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৩৯৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১০৭৪ জন আহত হয়েছেন।
এর মধ্যেই গত শনিবার পশ্চিম গাজা সিটিতে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। আর এই ঘটনা যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতিকে আরও চাপে ফেলেছে। হামাস বলছে, চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই হামাস তা মেনে চলেছে, কিন্তু ইসরায়েল পরিকল্পিত ও ধারাবাহিকভাবে এই চুক্তি লঙ্ঘন করে চলেছে।
ডার্ক টু হোপ/এসএইচ