বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫,
৩ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৩০ লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 17 December, 2025, 11:11 AM

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ৩০ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা একই পরিবারের বলে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্সের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গাজা সিটির আল-রিমাল এলাকায় ২০২৩ সালের ১৯ ডিসেম্বর সালেম পরিবারের ওই বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ধারণা করা হচ্ছে, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়েছেন। 

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আলজাজিরাকে মঙ্গলবার বলেছেন, যদি আমাদের কাছে বড় এক্সেভেটর থাকত তা হলে উদ্ধার অভিযানে কম সময় লাগত। সমস্যা হলো, যদি এভাবে উদ্ধার অভিযান চলে, তা হলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর সময় লাগবে। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে ইসরায়েলি বাহিনী।যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বর্বর বাহিনী। 

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

লালবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ: নিহত থাই বাহিনীর ১৯, কম্বোডিয়ার ১৭
সচিবালয়ে আন্দোলনকারী ১৪ কর্মচারী বরখাস্ত
প্রাথমিকের ‘মেধা যাচাই পরীক্ষা’ স্থগিত
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝