বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর আবারও খবরের শিরোনামে এসেছে। এবার কোনো কনসার্ট নয়, তার নতুন মিউজিক ভিডিও ‘ক্যান্ডি শপ’-কে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এই ভিডিওতে নেহা ও তার ভাই টনি কক্করের পারফরম্যান্সকে নেটিজেনরা বিতর্কিত হিসেবে উল্লেখ করেছেন।
টনি কক্করের সুরে রচিত এই গানে নেহার নাচ ও ভঙ্গিমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। অনেক দর্শক মন্তব্য করেছেন, ভিডিওটি ‘অশ্লীল’ এবং পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অনুকরণের মাধ্যমে দেশীয় শৈলীকে ক্ষুণ্ণ করেছে।
ফেসবুক ও ইনস্টাগ্রামে নেটিজেনরা বলেছেন, গানটি দেখতে গিয়ে মনে হয় নেহা কেবল সস্তা জনপ্রিয়তার জন্য অস্বাভাবিক নাচের স্টেপ ব্যবহার করেছেন। কেউ কেউ আরও অভিযোগ করেছেন যে নিজেকে তরুণী বা কিশোরী হিসেবে দেখানোর জন্য নেহা হয়তো প্লাস্টিক সার্জারি করেছেন।
একজন সমালোচক মন্তব্য করেছেন, ‘একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন অঙ্গভঙ্গি আশা করা যায় না। এটি বন্ধ হওয়া উচিত।’ অন্যদিকে কিছু নেটিজেন বলছেন, গানটিতে ভারতীয় বা কোরিয়ান শৈলী দুটিই অনুপস্থিত; কেবল বাহ্যিক প্রদর্শনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নেহার সঙ্গে ভিডিওতে থাকা টনি কক্করও সমালোচনার লক্ষ্যবস্তু হয়েছেন। দর্শকদের মতে, এই ভাই-বোন জুটি মূলত সংগীতের মান বজায় রাখার পরিবর্তে পারফরম্যান্সের মাধ্যমে শরীরী আঙ্গিকে গুরুত্ব দিয়েছেন।
ডার্ক টু হোপ/এসএইচ