আবারও জয়ের ধারায় ফিরল ব্লুজরা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ এভার্টনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কোল পালমারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন মালো গুস্তো।
চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে বড় জয়ের পর হঠাৎ খেই হারায় চেলসি। কাতালান ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলে সেই জয়ের পর টানা চার ম্যাচে জয় পায়নি ব্লুজরা। অবশেষে ঘুরে দাড়াল চেলসি।
একই সময়ে ব্রাইটনকে হারিয়েছে লিভারপুল। চরম সংকটের মধ্য দিয়ে যাওয়া অল রেডরা ঘরের মাঠ অ্যান ফিল্ডে জয় পেয়েছে ২-০ গোলে। জোড়া গোল করে লিভারপুলের জয়ের নায়ক হুগো একিতিকে।
এই জয়ের পর পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল লিভারপুল। ১৬ ম্যাচে আট জয়, দুই ড্র ও ছয় হারে আর্নে স্লটের দলের পয়েন্ট ২৬। আর লিগে তিন ম্যাচ পর তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া এঞ্জো মারেস্কার চেলসির পয়েন্ট টেবিলের অবস্থান চার নম্বরে, পয়েন্ট ২৮।
ঘরের মাঠের চেলসি ২১ মিনিটে প্রথম গোল করে। দারুণ এক দলগত প্রচেষ্টায় এগিয়ে যায় চেলসি। গুস্তোর অসাধারণ এক পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে লিগ মৌসুমের নিজের দ্বিতীয় গোল করেন পালমার।
পিছিয়ে পড়ে কিছুটা আক্রমণাত্বক দেখা যায় এভারটনকে। তবে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে শুরুর অর্ধেই ব্যবধান বাড়িয়ে নেয় চেলসি। আগের গোলে সহায়তা করা গুস্তো এবার গোলদাতার ভূমিকায়। দ্রুত এক পাল্ট আক্রমণে পেদ্রো নেতোর পাস থেকে ব্যবধান ২-০ করেন ফরাসি রাইট-ব্যাক।
এদিকে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহকে বেঞ্চে রেখেই মাঠে নামে লিভারপুল। দলের সবশেষ ম্যাচে তো স্কোয়াডেই ছিলেন না আলোচনায় থাকা মিশরীয় ফরোয়ার্ড। অবশ্য সতীর্থের চোটে সৌভাগ্যবশত ২৬ মিনিটে মাঠে নামেন সালাহ। এরপর লিভারপুলের দ্বিতীয় গোলে অ্যাসিস্টও করেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
বল দখলে লিভারপুলের সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়েছে ব্রাইটন। ৫০ শতাংশ বল নিজেদের কাছে রাখা স্বাগতিকরা গোলের লক্ষ্যে শট নেয় ১৮টি, যার মধ্যে লক্ষ্যে ছিল চারটি। আর ১৩টি শট নেওয়া সফরকারীরা মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।
অ্যান ফিল্ডে বল মাঠে গড়াতে না গড়াতেই লিড নেয় লিভারপুল। ৪৬ সেকেন্ডেই ব্যবধান ১-০ করেন একিতিকে। জোসেফ গোমেজের হেডে বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের দ্রুততম গোল এটি।
এরপর প্রথামার্ধে পাল্টা আক্রমণে লিভারপুল বেশ কয়েকবার ব্রাইটনের রক্ষণে ভয় ধরিয়ে দেয়। তবে সমতায় ফেরার বড় দুটি সুযোগ হাতছাড়া করে ব্রাইটনই। মিনতেহ ও দিয়েগো গোমেজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন।
২৬ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন লিভারপুলের ডিফেন্ডার গোমেজ। বদলি নামেন বহুল আলোচিত সালাহ। মিশরের তারকা ফরোয়ার্ডকে মাঠে দেখে অ্যানফিল্ডের দর্শকরা বেশ উচ্ছাস দেখা যায়।
বিরতির পর ৬০ মিনিটে জোড়া গোল পূর্ণ করে লিভারপুলের লিড আরেক দফা বাড়ান একিতিকে। ডান দিক থেকে সালাহর নেওয়া কর্নার লাফিয়ে হেডে জালে জড়ান একিতিকে। এরপর ম্যাচের বাকি সময় রক্ষণভাগে কোনো ভুল না করে তিন পয়েন্ট নিয়েই হাসিমুখে মাঠ ছাড়ে লিভারপুল। লিগে তাদের পরের ম্যাচ টটেনহ্যামের বিপক্ষে। আগামী ২০ ডিসেম্বর টটেনহ্যামের মাঠে আতিথেয়তা নেবে স্লটের দল।
ডার্ক টু হোপ/এসএইচ