শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
২৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
এনসিএলের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 9 December, 2025, 9:39 PM

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। ৭ রাউন্ড শেষে তিন জয় ও তিন ড্রতে ৩১ পয়েন্ট তুলে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে দলটি। তিন পয়েন্ট কম নিয়ে রানার্স আপ হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন সিলেট বিভাগ।

চ্যাম্পিয়ন রংপুর শেষ রাউন্ডের ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বগুড়ায় খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে তারা। সিলেট শেষ ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে ড্র করায় তারা রানার্স আপ হয়েছে। রাজশাহীতে ড্র করায় তারা ২ পয়েন্ট পেয়েছে। জিতে পূর্ণ ৮ পয়েন্ট পেলে টানা চ্যাম্পিয়ন হতো জাকির হাসানের দল।

রংপুরের বিপক্ষে খুলনা প্রথম ইনিংসে ৩০৮ রানের সংগ্রহ তোলে। সৌম্য সরকার ৫৫ বলে সর্বাধিক ৫৬ রান করেন। ইমরানুজ্জামান (৩৪), অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৩৩), জিয়াউর রহমান (৩৬) ও নাহিদুল ইসলামের (৩০) ছোট ছোট ইনিংসে ভালো পুঁজি দাড়ায়। আকবর আলীর দল প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়। ১৩৪ রানের লিড পাওয়া খুলনা দ্বিতীয় ইনিংসে মুকিদুল মুগ্ধর ফাইফারে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে ম্যাচ হাতছাড়া করে ফেলে। ২৩১ রানের লক্ষ্য পেয়ে রংপুর ৫ উইকেটে জয় তুলে নেয়। ইকবাল হোসেন ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন।

জয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামা সিলেটের বিপক্ষে বরিশাল প্রথম ইনিংসে ৩১২ রান তোলে। ইফতিখার হোসেন ইফতি (৬৩), হাফিজুর রহমান (৫৮) ও সোহাগ গাজী (৬৮) ফিফটি করেন। অধিনায়ক ও ওপেনার জাকির হাসানের ১৩০ রানের পরও সিলেট ২৮৭ রানে থামে। ২৫ রানের লিড পাওয়া বরিশাল দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। ২৩ বছর বয়সী ব্যাটার ইফতি ১২৮ রানের হার না মানা ইনিংস খেলেন। সিলেট ৫ উইকেটে ১৮৭ রান করতেই ম্যাচ ড্র হয়। সিলেটের মুশফিক ৫৩ রান করেন। আসাদুল্লাহ গালিব ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন।

এনসিএলের অন্য ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ১৪৬ রানে হারিয়েছে রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে রাজশাহী ২১৯ রান তোলে। নাঈম আহমেদ ৮১ রান করেন। জবাবে ময়মনসিংহ ১৩৭ রানে অলআউট হয়ে যায়। সানজামুল ইসলাম ৫ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ৩৪৫ রান তুলে লিডের চাপায় ফেলে ময়মনসিংহকে। বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার ১২৭ বলে ১৪১ রানের ইনিংস খেলার পরও ময়মনসিংহ ২৮১ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও সানজামুল ৫ উইকেট নেন।

মিরপুর স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগকে ইনিংস ও ১৯২ রানে হারিয়েছে ঢাকা বিভাগ। শুরুতে ব্যাট করে ঢাকা ৬ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে। দলটির তিন ব্যাটার সেঞ্চুরি করেন। ২০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আশিকুর রহমান শিবলি ১০০ রান করেন। আনিসুল ইসলাম ইমন ১৮৬ রানের ইনিংস খেলেন। মার্শাল আইয়ূব ১৬৫  রান যোগ করেন। চট্টগ্রাম ১৫৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে থামে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ১ লাখ ছাড়াল
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
ইলন মাস্কের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ইমরান খানের সাবেক স্ত্রীর
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালুর সিদ্ধান্ত, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
গ্যাস-পানির বিল বকেয়া থাকলে বাতিল হবে প্রার্থীর মনোনয়নপত্র
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝