শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
২৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
যুব হকি বিশ্বকাপে 'চ্যালেঞ্জার ট্রফি' জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 8 December, 2025, 9:52 PM

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ৫-৪ গোলে জেতা ম্যাচে আমিরুল ইসলাম পেয়েছেন টুর্নামেন্টে পঞ্চম হ্যাটট্রিকের দেখা।

যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ ১৭তম স্থান লাভ করে  চ্যাম্পিয়ন হয়েছে।
 
সোমবার (৮ ডিসেম্বর) ভারতের মাদুরাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে বাংলাদেশ প্রথম গোল পায়।  পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম পোস্ট কাঁপান।  

দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। এই পেনাল্টি কর্নারটি আমিরুল নেননি। হুজায়ফা নিলেও বাংলাদেশ গোল বঞ্চিত হয়নি। ২-০ ব্যবধান নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। 

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লিড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ৪৪ মিনিটে অস্ট্রিয়ার লোসোঙ্কি ফিল্ড গোল করে খেলায় ফেরার চেষ্টা করে। 

চতুর্থ কোয়ার্টারে পঞ্চম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাটট্টিক করলে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে। পরে অস্ট্রিয়া আরও তিন গোল করলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা জেগে উঠে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। 

আমিরুল ইসলাম বিশ্বকাপে ছয় ম্যাচে তার হ্যাটট্রিক সংখ্যা পাঁচ আর মোট গোল সংখ্যা ১৮। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ হকিতে আমিরুল তার পারফরম্যান্সে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়েছেন।

যুব হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে পরাজিত হয় বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলে পরাজিত হয়।

গ্রুপ পর্বে জয়ের দেখা না পাওয়ায় শীর্ষ ষোলোতে যেতে পারেনি বাংলাদেশ। এজন্য ১৭-২৪ তম স্থান নির্ধারণী খেলতে হয়েছে। যেখানে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যই। 

প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয়লাভ করে। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায়। অস্ট্রিয়ার বিপক্ষে ছিল স্থান নির্ধারণীর শিরোপা লড়াই। এই ম্যাচেও রোমাঞ্চকর জয় তুলে নিয়ে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ১ লাখ ছাড়াল
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
ইলন মাস্কের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ইমরান খানের সাবেক স্ত্রীর
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালুর সিদ্ধান্ত, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
গ্যাস-পানির বিল বকেয়া থাকলে বাতিল হবে প্রার্থীর মনোনয়নপত্র
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝