মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
২ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 14 December, 2025, 9:26 PM

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানকে ৯০ রানে হারিয়েছে ভারত। টানা দ্বিতীয় জয়ে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ম্যান ইন ব্লুজরা।

রোববার (১৪ ডিসেম্বর) দুবাইয়ে বৃষ্টি বাধায় ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। লক্ষ্য তাড়ায় ৪১.২ ওভারে ১৫০ পর্যন্ত যেতে পারে পাকিস্তান

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত। ২ পয়েন্ট নিয়ে পরের স্থানে থাকা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচের জয়ী দল তাদের সঙ্গে শেষ চারে সুযোগ পাবে।

এই ম্যাচেও দেখা গেছে বিতর্কিত এক কাণ্ডের পুনরাবৃত্তি। আইসিসির ডাকে সাড়া না দিয়ে টসের সময় করমর্দন করেননি দুই দলের অধিনায়ক আয়ুশ মাত্রে ও ফারহান ইউসাফ। 

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই বিস্ফোরক ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে দেয় পাকিস্তান। আগ্রাসী শুরু করা আয়ুশ করেন ৩ ছক্কা ও ৪টি চারে ২৫ বলে ৩৮।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের রান বাড়ান অ্যারন। তিনে নেমে এক ছক্কা ও ১২ চারে ৮৮ বলে ৮৫ রান করেন তিনি। অ্যারন ছাড়া ভারতের কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। 

সাতে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন কানিস্ক চৌহান, ৩ ছক্কা ও ২ চারে। পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সাইয়াম ও আব্দুল সুবহান। শফিক নেন দুইটি উইকেট।

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় দ্রুতই।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে লড়াই চালিয়ে যান হুজাইফা আহসান। ছয়ে নেমে ২ ছক্কা ও ৯ চারে ৭০ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেন ফারহান।

দুর্দান্ত বোলিংয়ে ১৬ রান খরচায় ৩ উইকেট নেন ভারতের ডানহাতি পেসার দিপেশ দেভেন্দ্রান। অফ স্পিনার কানিস্কও ধরেন তিন শিকার। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি।

আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ভারতের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার সাথে। একই দিন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.১ ওভারে ২৪০ (আয়ুশ ৩৮, সুরিয়াভানশি ৫, অ্যারন ৮৫, ভিহান ১২, ভেদান্ত ৭, আভিগিয়ান ২২, কানিস্ক ৪৬, খিলান ৬, হেনিল ১২, দিপেশ ১, কিষান ০*; রাজা ৯-১-৪৩-১, সাইয়াম ৯-০-৬৭-৩, সুবহান ৯.১-০-৪২-৩, নাকিব ৯-১-৩৮-২, হুসাইন ৭-০-৩৪-১, হুজাইফা ৩-০-১৬-০)

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪১.২ ওভারে ১৫০ (উসমান ১৬, সামির ৯, হাসান ০, হুসাইন ৪, ইউসাফ ২৩, হুজাইফা ৭০, হামজা ৪, সুবহান ৬, সাইয়াম ২, নাকিব ২*, রাজা ৬; কিষান ৭.২-১-৩৩-২, হেনিল ৮-২-২৫-০, দিপেশ ৭-০-১৬-৩, কানিস্ক ১০-১-৩৩-৩, খিলান ৮-১-৩৩-১, সুরিয়াভানশি ১-০-৬-১)

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা ট্রাম্পের, ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি
স্মৃতিসৌধে জনতার ঢল, শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শ্যোন অ্যারেস্ট
দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, বহু হতাহত
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝