চট্টগ্রামের বায়েজিদ এলাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক নাঈম বিশ্বাসকে (২৫) মৃত ঘোষণা করেন।
নাঈম ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন এবং বায়েজিদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, এপিবিএন সদস্যরা নাঈমকে উদ্ধার করে হাসপাতালে আনেন এবং সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
৯ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা গণমাধ্যমকে জানান, নাঈম বিশ্বাসের মরদেহ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করা হয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ