ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বিমান বাহিনী, সম্মতিপত্র সই
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 9 December, 2025, 11:50 PM

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ-এর সঙ্গে লেটার অব ইন্টেন্ট (সম্মতিপত্র) সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিমান সদর দপ্তরে অনুষ্ঠিত এই সম্মতিপত্র সই অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসানসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এই সম্মতিপত্রের আওতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।
তবে মোট কতটি যুদ্ধবিমান সরবরাহ করা হবে তা জানানো হয়নি।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: