বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫,
২৬ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
কিশোরগঞ্জে বসতঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা
কিশোরগঞ্জ প্রতিনিধি
Publish: Monday, 8 December, 2025, 8:43 AM

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘরের ভেতরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৪০) ওই গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, রাত ১১টার দিকে নিহতের স্বজনেরা ৯৯৯–এ ফোন করে পুলিশকে হত্যাকাণ্ডের খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

ওসি আরও জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান ওসি এস এম আরিফুর রহমান।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বিমান বাহিনী, সম্মতিপত্র সই
সাপের ভ্যাকসিনের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে শিশুর মৃত্যু
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝