Publish: Monday, 8 December, 2025, 9:45 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ৯৩ হাজার ৯০ ইউরো জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমগামী ফ্লাইটের যাত্রী ছিলেন শাহজাহান মোল্লা নামে ওই ব্যক্তি। তাঁকে আটক করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
জব্দ করা ইউরোর বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ।
বেবিচক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সোয়া ১০টার দিকে নিরাপত্তা তল্লাশি চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৫৫) রোমগামী ফ্লাইটের যাত্রী শাহজাহান মোল্লার লাগেজে বিদেশি মুদ্রা থাকার নমুনা ধরা পড়ে। পরে ওই লাগেজ খোলা হলে এই বিশাল অঙ্কের ইউরো পাওয়া যায়।
বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্মকর্তাদের বরাতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ জানিয়েছেন, আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে।
ডার্ক টু হোপ/এসএইচ