Publish: Saturday, 15 November, 2025, 12:29 AM

শক্তির বিচারে বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও মাঠের লড়াই কিছুটা কঠিন হলেও শেষ পর্যন্ত সহজ জয়ই পেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারায় তারা। দলের হয়ে গোল করেন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস এবং অধিনায়ক লিওনেল মেসি।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা খরচ করে তারা ঘরের মাঠে এই ম্যাচটির আয়োজন করে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে অ্যাঙ্গোলার অবস্থান ৮৯, যেখানে আর্জেন্টিনা শীর্ষেই রয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার প্রতিরোধ ভাঙতে বিশ্ব চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষভাগ পর্যন্ত। ম্যাচের ৪৩তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর শেষ দিকে ব্যবধান বাড়ান মহাতারকা লিওনেল মেসি।
উল্লেখ্য, ফিফা র্যাঙ্কিংয়ের অনেক নিচে থাকা অ্যাঙ্গোলার বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার মাঠে নামল আর্জেন্টিনা। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপের আগে প্রথম দেখায়ও আর্জেন্টিনা একই ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল।
ডার্ক টু হোপ/এসএইচ