সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে স্বাগতিকদের ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৮৭ রানে, ফলে ৩০১ রানের বিশাল লিড পেয়েছে টাইগাররা।
এই ইনিংসে এক নজিরবিহীন কীর্তিও গড়েছে বাংলাদেশ দল। দেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ চার ব্যাটারই অর্ধশতকের বেশি রান করেছেন।
ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস- ২৮৬ বলে দুর্দান্ত ১৭১ রান, যার মধ্যে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। অপর প্রান্তে সাদমান ইসলামও খেলেছেন আক্রমণাত্মক ইনিংস, করেছেন ৮০ রান (১০৪ বলে)।
তিন নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হক থেমেছেন ৮২ রানে, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন দুর্দান্ত সেঞ্চুরি (১০০ রান, ১১৪ বলে)। পাঁচ নম্বরে মুশফিকুর রহিম আউট হন ২৩ রানে, তবে এরপর লিটন দাস যোগ করেন আরেকটি ফিফটি।
সব মিলিয়ে ইনিংসের প্রথম চার ব্যাটারের অর্ধশতক বা তার বেশি রানের ইনিংস- এমন ঘটনা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম।
এ ছাড়া সিলেটের মাঠেও নতুন মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এই প্রথম সিলেট ভেন্যুতে টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৫০০ পার করল। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩৮ রান।
ডার্ক টু হোপ/এসএইচ