রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,
২ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
খেলাধুলা
জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড, ৩০১ রানের লিড
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 13 November, 2025, 4:47 PM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে স্বাগতিকদের ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৮৭ রানে, ফলে ৩০১ রানের বিশাল লিড পেয়েছে টাইগাররা।

এই ইনিংসে এক নজিরবিহীন কীর্তিও গড়েছে বাংলাদেশ দল। দেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ চার ব্যাটারই অর্ধশতকের বেশি রান করেছেন।

ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস- ২৮৬ বলে দুর্দান্ত ১৭১ রান, যার মধ্যে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। অপর প্রান্তে সাদমান ইসলামও খেলেছেন আক্রমণাত্মক ইনিংস, করেছেন ৮০ রান (১০৪ বলে)।

তিন নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হক থেমেছেন ৮২ রানে, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন দুর্দান্ত সেঞ্চুরি (১০০ রান, ১১৪ বলে)। পাঁচ নম্বরে মুশফিকুর রহিম আউট হন ২৩ রানে, তবে এরপর লিটন দাস যোগ করেন আরেকটি ফিফটি।

সব মিলিয়ে ইনিংসের প্রথম চার ব্যাটারের অর্ধশতক বা তার বেশি রানের ইনিংস- এমন ঘটনা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম।

এ ছাড়া সিলেটের মাঠেও নতুন মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এই প্রথম সিলেট ভেন্যুতে টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৫০০ পার করল। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩৮ রান।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
সেনেগালকে হারিয়ে ব্রাজিলের উল্লাস
ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে ১১ জনের মৃত্যু
লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝