শেষ সময়ে গোল হজম করে জয় হাতছাড়া বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 13 November, 2025, 10:24 PM

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের কাছে গোল খেয়ে হেরে যাওয়া বাংলাদেশ এবারও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করেছে। হাভিয়ের কাবরেরার নেতৃত্বে লাল-সবুজের শিষ্যরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গেও ২-২ গোলে ড্র করেছে।
প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ১-০ গোলে। শুরু থেকেই দুই দলই খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে। চতুর্থ মিনিটে বাংলাদেশ প্রথম কর্নার পায়, তবে অধিনায়ক জামাল ভূঁইয়া সেটি কাজে লাগাতে পারেননি। ২০ মিনিটে আবারো কর্নার আসে কিন্তু নেপাল গোলরক্ষক সহজেই তা প্রতিহত করেন।
২৯ মিনিটে রোহিত চাঁদের শটের মাধ্যমে নেপালকে এগিয়ে দেয়। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা ঝাঁপ দিলেও সেই শট আটকাতে পারেননি। গোল শোধের চেষ্টা করতে গিয়ে ৪৪ মিনিটে ফাহিম ক্রস থেকে হেড শট নিলেও তা সরাসরি নেপাল গোলকিপারের হাতে যায়। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে নেপালের সুবিধায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ আক্রমণ আরো জোরদার করে। ৪৬ মিনিটে হামজা চৌধুরী দুর্দান্ত এক বাইসাইকেল কিকে দলকে সমতায় ফেরান। এর মাত্র তিন মিনিট পর, রাকিবকে ফাউল করার ফলে বাংলাদেশ পায় পেনাল্টি। স্পট কিক থেকে আবারো হামজা বল জালে পাঠিয়ে লিড এনে দেন।
শেষের দিকে নেপাল সমতা আনার জন্য আক্রমণ চালায়। অতিরিক্ত সময়ে কর্নার থেকে আসা বলে অনন্ত তামাং গোল করে নেপালকে সমতায় ফেরান। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল চ্যালেঞ্জিং। পিছিয়ে থেকে সমতায় ফেরার লড়াই এবং শেষ মুহূর্তের গোল দর্শকদের রোমাঞ্চিত করেছে।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: