Publish: Friday, 14 November, 2025, 10:44 PM

ভারতের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক নতুন ইতিহাস গড়েছেন। কাতারের দোহায় আজ (শুক্রবার) ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৪২ বলে ১৪৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি।
আজকের হিসেবে সূর্যবংশীর বয়স মাত্র ১৪ বছর ২৩২ দিন। কোনো একটি দলের প্রতিনিধিত্ব করে এত কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটার।
সূর্যবংশী তার ইনিংসে ১১টি চার ও ১৫টি ছক্কা হাঁকান, যাতে তার স্ট্রাইকরেট ছিল ৩৪২.৮৫। তিনি মাত্র ১৭ বলে ফিফটি এবং ৩২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটারদের মধ্যে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ঋষভ পান্তের রেকর্ডে ভাগ বসালেন। এছাড়া, তার ১৪৪ রানের ইনিংসটি টি-টোয়েন্টিতে ভারতীয় হয়ে চতুর্থ সর্বোচ্চ স্কোর।
সূর্যবংশীর এমন ব্যাটিং তাণ্ডবের পাশাপাশি অধিনায়ক জিতেশ শর্মাও শেষদিকে ৩২ বলে ৮৩ রান করেন। ফলে প্রথমে ব্যাট করে ভারত ‘এ’ দল ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানের বিশাল স্কোর গড়ে।
ডার্ক টু হোপ/এসএইচ